রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ জিদান
স্পোর্টস ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসায় জিনেদিন জিদান। সবসময় নিজের সেরাটা মেলে ধরার যে সঙ্কল্প নিয়ে মাঠে নামেন সিআর সেভেন তাতেই মুগ্ধ ফ্রান্সের সাবেক এই তারকা ফুটবলার। রোনালদোর প্রশংসা করে জিদান বলেন, ‘নিজের খেলার উন্নতিতে ওর অবিরাম প্রচেষ্টা দেখে আমি অবাক হয়ে যাই?’ রোনালদোর এই প্রচেষ্টা তাঁর সেরাটা মেলে ধরতে সাহায্য করে বলেই অভিমত জিদানের। চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছেন সি আর সেভেন। লা লিগার ২৭ ম্যাচে তাঁর নামের পাশে ৩৭ গোল। চতুর্থবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। গোলসংখ্যার বিচারে লিওনেল মেসির চেয়ে ৪ গোল বেশি করে তালিকায় শীর্ষে। যা দেখে জিদান বলেন, ‘রোনালদো সবসময় নিজের খেলার উন্নতি করে যেতে চায়? আমার মতে, এটাই ওকে বাকিদের থেকে এগিয়ে রাখে। এমনকী ট্রফি জিতলে বা মৌসুমে প্রচুর গোল করলেও ওর লক্ষ্য একই থাকে। নিজের খেলায় আরও উন্নতি করা। ও সবসময় নিজেকে মেলে ধরতে চায়। অনুশীলনের সময়েও হারতে চায় না। এটা অসাধারণ। সেজন্যই রোনালদো সবসময় ওপরে থাকে। সেরা হওয়ার একটা উচ্চাকাঙ্খা ওর মধ্যে কাজ করে।’