Connecting You with the Truth

লক্ষ্মীপুর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

loরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম বিপ্লবের উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। রবিবার বিকেলে লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে পুনরায় উত্তর তেমুহনী ট্রাপিক চত্ত¡রে গিয়ে শেষ হয়। এদিকে মিছিল থেকে জাহাঙ্গির আলম বিপ্লবের উপর হামলার ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের দায়ী করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহব্বায়ক রাফসান জাহান বাপ্পি, যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম রকি, মনোয়ার হোসেন জিহাদ, রিয়াদ হোসেন রিফাদ, জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক হৃদয় সাহা, আব্দুল রাজ্জাক, কনক কারী , জেলা ছাত্রলীগ নেতা নুর হোসেন মিঠুন, নজরুল ইসলাম ফরহাদ, রাকিব পাটওয়ারী, হৃদয় হোসেন রুবেল, শহর ছাত্রলীগ নেতা শাহ্ নেওয়াজ হীরাসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Comments
Loading...