লালমনিরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অনির্দিষ্টকালের দূরপাল্লার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। দূরপাল্লার কোনো নৈশকোচ শনিবার সন্ধ্যা থেকে লালমনিরহাট ছেড়ে যাবে না বলে ঘোষণা দিয়েছে মোটর মালিক সমিতি। জেলা মোটর মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকার মহাখালী মোটর মালিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা লালমনিরহাটের কোচগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শুধু তাই নয়, শুক্রবার লালমনিরহাটের কয়েকটি নৈশকোচকে মহাখালী বাস টার্মিনালে আটক করেছে মহাখালী মোটর মালিক শ্রমিক ইউনিয়ন। আটক কোচ ফেরতসহ লালমনিরহাটের কোচগুলোর নিয়ন্ত্রণ থেকে বিরত থাকার দাবিতে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
লালমনিরহাট মোটর মালিক সমিতির সভাপতি সিরাজুল হক অনির্দিষ্টিকালের ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে জেলার অভ্যন্তরের সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।’