দেশজুড়ে
শরীয়তপুরে সূর্যমুখী চাষের অপার সম্ভাবনা
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে এ বছরের প্রথম নতুন ফসল হিসাবে সূর্যমুখীর আবাদ করছে চাষীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজ উদ্যোগে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জেলার ৬টি উপজেলায় সূর্যমুখী চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে বীজ সরবরাহ ও পরামর্শ প্রদান করেন।
এই জেলায় শুধু সরিষার আবাদ হয় কিন্তু এ বছর এ ফসল কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। তারা আশা করছে, এবার সূর্যমুখীর বাম্পার ফলন হবে। এবং তারা লাভবান হবেন। আগামীবার সরিষার পরিবর্তে ব্যাপকভাবে সূর্যমুখীর চাষ করার কথাও জানিয়েছেন কৃষকরা। শরীয়তপুরের মাটি আবহাওয়া জলবায়ু সূর্যমুখী আবাদের জন্য উপযোগী বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। শরীয়তপুরের বিভিন্ন ফসলী মাঠ ঘুরে দেখা গেছে, কৃষক অন্য ফসলের সাথে জমির এক কোনে কয়েক শতাশং জমি নিয়ে চাষ করছে সূর্যমুখী। সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ।
এ জেলায় এ বছর বিশেষ কর্মসূচির আওতায় ১৮০ জন কৃষক ৫২ বিঘা জমিতে হাইসান ৩৩ জাতের সূর্যমুখী আবাদ করেছে। অন্য ফসলের তুলনায় সূর্যমুখীতে কীটনাশকও কম লাগে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, শরীয়তপুরে এ বছর প্রথম সূর্যমুখীর চাষ হয়েছে। জেলা কৃষি বিভাগের বিশেষ কর্মসূচির আওতায় সূর্যমুখী চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ সরবরাহ ও পরামর্শ প্রদান করা হয়েছে। আগামীতে আরও ব্যাপকহারে সূর্যমুখী আবাদে কৃষককে সহযোগিতা করবেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস