শাহরুখের গাড়িতে পাথর ছুড়ল দুষ্কৃতীরা
বিনোদন ডেস্ক: শাহরুখের গাড়িতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রবিবার ভোরের দিকে ‘রইসে’র শুটিং চলছিল আমদাবাদে। সূত্রের খবর, সে সময় কিং খানের গাড়িতে পাথর ছুড়ে মারে কয়েক জন। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না শাহরুখ। পুলিশ সূত্রে খবর, ঘটনার পিছনে কে বা কাদের হাত রয়েছে, তা এখনও জানা যায়নি।
গুজরাতে এ ফিল্মের শুটিং নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে। রাজ্যে ফিল্মের শুটিং করা নিয়ে বিক্ষোভও দেখিয়েছে ভিএইচপি-র সদস্য-সমর্থকেরা। সূত্রের খবর, জেলাশাসকের কার্যালয়ের বাইরে প্রতিবাদে মুখর হয় সমর্থকেরা। এমনকী, শুটিং বন্ধে স্লোগানও দিতে থাকেন তাঁরা।