শিবচরে আগুনে পুড়ে গেছে মাদ্রাসা
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরের বাহাদুরপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ফজলুল উলুম মাদ্রাসা পুড়ে গেছে।স্থানীয় চিকিৎসক মো. জাহাঙ্গীর জানান, রাতে আগুনের শিখা দেখতে পেয়ে শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনার আগেই মাদ্রাসার ৮টি কক্ষসহ পুরো মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।