শিশুদের পুড়িয়ে মারার মতো প্রতিহিংসা আমরা চাই না-প্রধানমন্ত্রী
স্টাফরিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না আমাদের শিশুদের পেট্রোল বোমায় পুড়িয়ে মারা হোক। ককটেল মেরে হত্যা করা হোক। শিশুদের পুড়িয়ে মারার মতো প্রতিহিংসা আমরা চাই না।’ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, ‘আমাদের দেশে ঝরে পড়া ছেলেমেয়েদের সংখ্যা কমে গেছে। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। ছেলেমেয়েদের জন্য বিনা মূল্যে বই দেওয়া হচ্ছে।’ তিনি ছেলেমেয়েদের উদ্দেশে বলেন, ‘ভালো করে পড়াশুনা করবে। বড় হতে হলে পড়াশুনা করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকবে না। থাকার ঘর, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা- আমরা সেগুলো পূরণ করে দিচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু লেখাপড়া শিখলে পূর্ণাঙ্গ মানুষ হয় না। এর সঙ্গে খেলাধুলার প্রয়োজন আছে।’