Connecting You with the Truth

শুক্রবার সকাল পর্যন্ত ৪৮ ঘন্টা হরতাল বাড়ল

  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোটের মুখপাত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ হরতালের সময় বৃদ্ধির এই ঘোষণা দেন। বিবৃতিতে তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে। এর আগে, রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় জোট। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানানো হয়েছে বিবৃতিতে।  এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে ২০ দলীয় জোট।
Comments
Loading...