Connecting You with the Truth

শৈলকুপায় ইবি ছাত্রদলের সভাপতি গ্রেফতার

Shailkupa EB Chatrodol Leder Arrest Pic-26-01-15জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ওমর ফারুক (৩১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের এস আই রায়হানের নেতৃত্বে এএসআই মনির ও সুজন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করে। আটককৃত ওমর ফারুক উপজেলার জাঙ্গালীয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাশেম খান জানান, ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের বিরুদ্ধে প্রশাসনিক কাজে বাধা দানের অভিযোগে শৈলকুপা থানায় মামলা রয়েছে, মামলা নং-০৭, তাং- ০৫/০১/২০১৫ইং। এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি এমদাদুল ইসলাম আকুল, সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তথাকথিত সাজানো মামলায় ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মী সাজানো মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Comments
Loading...