সলঙ্গায় নিরুত্তাপ অবরোধ কর্মসূচি, যান চলাচল প্রায় স্বাভাবিক
উল্লাপাড়া প্রতিনিধি, সিরাজগঞ্জ:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধে মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়কগুলোতে নিরুত্তাপ অবরোধ কর্মসূচি এবং যানবাহন প্রায় স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। এদিন উপজেলার কোথাও কোন অবরোধ সমর্থক পিকেটারের দেখা মেলে নি। অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান, ভটভটি চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাস-ট্রাকের চলাচল বাড়তে দেখা গেছে। তবে বাস গুলো ছিল অনেকটা যাত্রীশূন্য। হাটিকুমরুল গোলচত্বর, কড্ডার মোড় এলাকা দিয়ে বিভিন্ন মহাসড়ক রুটে ট্রাক, বাস, কোচ চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল জোরদার। এদিন কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটে নি, অন্য দিনের চেয়ে মঙ্গলবার বিভিন্ন রুটে যানবাহন একটু বেশি চলাচল করেছে।