Connecting You with the Truth

সাপাহারে বিজিবি কর্তৃক ফেনসিডিল উদ্ধার

ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর সাপাহারে বিজিবি কর্তৃক ২৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
১৪ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মুহম্মদ রফিকুল হাসান পিএসসি জানান, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খঞ্জনপুর বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের প্রেক্ষিতে উপজেলার কানুপাড়া গ্রাম হতে গত ৮ এপ্রিল রাত সাড়ে ৩ টায় ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বর্ণিত ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধার কৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা।
মাদকের ভয়াল ছোবল হতে তরুণ সমাজকে রক্ষার জন্য এলাকার সচেতন নাগরিকদের মাদক পাচার ও বাজারজাত রোধে বিজিবিকে সহায়তা করার জন্য আহ্বান জানান অধিনায়ক ১৪ বিজিবি ব্যাটালিয়ন পতœীতলা।

Comments
Loading...