Connecting You with the Truth

‘সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীকে ইসরাইলে স্বাগত জানানো হবে না’

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ সরকার বলেছে, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রোয়েমকে তেল আবিবে স্বাগত জানানো হবে না। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাশন বলেছেন, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট যদি ইসরাইল সফর করতেন তাহলে তার সঙ্গে ইসরাইলের কোনো সরকারি কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করা হতো না। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সুইডেন যা করেছে তা ইসরাইলের সঙ্গে সম্পূর্ণভাবে বন্ধুত্বহীনতার পরিচয় তুলে ধরেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রশ্নে সুইডেনের অবস্থান নিয়ে স্টকহোম ও তেল আবিবের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় গত সপ্তাহে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট তার নির্ধারিত ইসরাইল সফর বাতিল করেন। তিনি জানিয়েছেন, আগামী ১৭ মে ইসরাইলের নির্বাচনের পর তিনি তেল আবিব সফর করবেন। গত অক্টোবর মাসে সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এ ঘটনায় ইহুদিবাদী ইসরাইল প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে স্টকহোমের ওপর।

Comments
Loading...