সুন্দরগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাশকতা মামলার আসামির আত্মহত্যা
বাপ্পী রায়, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ২ টার সময় শান্তাহার থেকে দিনাজপুর গামী সেভেন আপ মেইল ট্রেনটি বামনডাঙ্গা রেল স্টেশন থেকে রওনা দিয়ে উত্তর রেলগেট পার হওয়া মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২) ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানায় নাশকতার একাধিক মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন আত্মগোপন করে থাকে। গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জামিন নিয়ে মনের দুঃখে সে আত্মহত্যা করে। এ নিয়ে রেল নিয়ম মোতাবেক মামলার প্রস্তুতি চলছে।