সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই: খন্দকার মোশাররফ হোসেন
রবিউল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আর সোনার মানুষ পেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী মাহবুবউল্লাহ (কেএম) কলেজে দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রয়েছে।’ সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদ উল্লাহ, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমান। আগামীকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ এবং সাবেক ছাত্র আলীমুজ্জামান।