Connecting You with the Truth

স্কুলছাত্র হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

কোর্টরাজধানীর লালবাগে স্কুলছাত্র মোহম্মদ আম্মাল সামসী হত্যা মামলায় তিন বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এই আদেশ দেন। তারা হলেন-মোহম্মদ জিয়াউর রহমান, আলমগীর ও সালাউদ্দিন। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ধানমণ্ডি মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র আম্মার শামসীকে অপহরণ করে তার বাবা তৌফিক শামসেরের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। টাকা না দেওয়ায় ২০০০ সালের ১৬ অক্টোবর আজিমপুরে আসামিরা পরিকল্পনা করে গাজীপুরে ন্যাশনাল পার্কে নিয়ে আম্মার শামসীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০০০ সালের ১৯ অক্টোবর তার বাবা লাগবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০০১ সালের ৩১ জুলাই আসামি জিয়াউর রহমান, আলমগীর ও সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০২ সালের ২৮ মে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর ২০০৩ সালের ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঠানো হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...