ঢালিউড
২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাওনের প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’

‘কৃষ্ণপক্ষ’ ছবির দৃশ্যে রিয়াজ ও মাহি।
বিনোদন ডেস্ক: মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু অনুভূতি কেমন সেটা এখনো বুঝতে পারছেন না বলে জানান মেহের আফরোজ শাওন। তিনি বলেন, “খুব ব্যস্ত সময় কাটছে। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দশর্কদের ভালো লাগলে আমারও ভালো লাগবে।”
‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁরা দুজন।
চিত্রনায়ক রিয়াজ বলেন, “ছবির শুটিং চলাকালীন ১৯ অক্টোবর আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। যাক শেষ পযর্ন্ত ভালোভাবে ছবির কাজ শেষ করতে পেরেছি আমরা। শাওন অনেক চেষ্টা করেছে ছবিটি ভালোভাবে নির্মাণ করার। মাহি অনেক পরিশ্রমী শিল্পী। অরু চরিত্রে ডুবে গিয়ে ভালোভাবেই ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ শেষ করেছে মাহি। আশা করছি, সবকিছুই ভালো হবে।”
এদিকে রিয়াজ ও মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, কায়েস চৌধুরী প্রমুখ।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস