Connecting You with the Truth

২৬ মার্চ বঙ্গভবনগামী রাস্তায় যানচলাচলে নিয়ন্ত্রণ

IGP asadস্টাফ রিপোর্টার:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনগামী সব রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ। গত কাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক ও আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনীতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত গাড়ি চালকদের ওই দিন দুপুর ১২টা থেকে নির্দেশাবলী অনুসরণ করে চলাচল করতে বলা হয়েছে।
জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো প্রবেশ করতে পারবে। আহাদ বক্স থেকে ইত্তেফাক পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোর্ডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবেন না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্থানগামী সব বাস দৈনিক বাংলা, ইউসিবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্যকোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী বাণিজ্যিক কোনো গাড়ি চলাচল করবে না। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাগুলোতে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘœ সৃষ্টি হবে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সর্বাÍক সহযোগিতা কামনা করা হয়েছে।

Comments
Loading...