Connect with us

আন্তর্জাতিক

আইএমএফ-এর ঋণ পরিশোধ করছে গ্রিস

Published

on

606x340_297978আন্তর্জাতিক ডেস্ক:

গ্রিস আগামী ৯ এপ্রিলের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণকৃত বিপুল অংকের অর্থ ফেরৎ দিতে সম্মত হয়েছে। ঋণের পরিমাণ প্রায় ৩৮৩৪ কোটি টাকা। এ ব্যাপারে আইএমএফ-প্রধান ক্রিস্টিন লাগার্দের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী জেনিস ভারোফাকিস। ধারণা করা হচ্ছিল এ বিপুল অংকের টাকা ফেরৎ দেয়া গ্রিসের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। বিশেষত যখন তাদের সরকারী কর্মচারীদের বেতনভাতা পরিশোধ অথবা আইএমএফএর ঋণ পরিশোধ- এ দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছিল। আইএমএফ-প্রধান লাগার্দ আইএমএফ-ঋণ পরিশোধে প্রাধান্য দেয়ার বিষয়টিকে অধিক বিচক্ষণতা জ্ঞান করছেন। তবে গ্রিস নতুন করে ঋণ নিচ্ছে না। দেশটিকে দেউলিয়াপনা থেকে উদ্ধারের প্রকল্প হিসেবে ইউরোপীয় ইউনিয়ন-আইএমএফ যৌথভাবে ২১ লক্ষ কোটি টাকা দেয়ার প্রস্তাব দিয়েছিল, গ্রিস এখনও তা প্রত্যাখ্যান করছে। তবে লাগার্দ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্রিসকে পুনঃবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এথেন্সের প্রতি তার ভাষ্য- কর্মসংস্থান বাড়িয়ে উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে ঐ ঋণটুকুও গ্রিসের প্রয়োজন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *