Connect with us

আন্তর্জাতিক

আইএস প্রধান বাগদাদির মৃত্যুর গুজব

Published

on

15860-0আন্তর্জাতিক ডেস্ক:

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে গুজব উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) রেডিও ইরান তাদের এক খবরে এ দাবি করে। তবে কবে, কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয় সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই খবরে। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য গার্ডিয়ান বাগদাদি আহত হয়েছেন বলে এক খবরে দাবি করে। ওই প্রতিবেদনে জানানো হয়, মার্কিন নেতৃত্বে যৌথবাহিনীর বিমান হামলায় চলতি বছর মার্চে বাগদাদি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয় ওই খবরে। এদিকে, এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন সময় বাগদাদির নিহতের খবর প্রচারিত হয়। পরবর্তীতে তা গুজব বলে প্রমাণিত হয়। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম বাগদাদি নিহতের খবর প্রকাশ করে ইরাকিনিউজ নামের একটি সংবাদসংস্থা। এরপর একই বছর ১৩ নভেম্বর এনবিসিনিউজ নামে অপর একটি সংবাদসংস্থাও আইএসের এই প্রধান নেতার নিহত হওয়ার খবর প্রকাশ করে। পরবর্তীতে এসব খবর গুজব বলে উড়িয়ে দেয় ইসলামিক স্টেট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *