Connect with us

ঠাকুরগাঁও

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ-রমেশ চন্দ্র সেন

Published

on

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান আ.লীগ সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার শিক্ষাকে যুগউপযোগী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সোমবার বিকেলে প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর নব নির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, ছাত্র-ছাত্রীদেরকে ভালভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার নারীদের শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন। আ.লীগ সরকার প্রতিবছর ১লা’ জানুয়ারী সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনা মুল্যে বই বিতরণ করে বিশ্বের দরবারে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরো বলেন, আমরা যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হচ্ছি তা বিশ্বমানের নয়। আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যে শিক্ষা হবে গবেষনা, দক্ষতা, প্রযুক্তি ও আধুনিক । ইতিমধ্যে আধুনিক শিক্ষার প্রথম ধাপ আমরা অতিবাহিত করছি। যাকে আমরা ডিজিটালের ছোঁয়া বলতে পারি। আমার বিশ্বাস, এই প্রক্রিয়ায় এগিয়ে গেলে আমাদের ভিশন-২১ কেও আমরা হার মানাবো। আর গবেষনা, দক্ষতা, প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেত সক্ষম হবে।

তাই আমাদের সন্তানদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রত্যেক অভিবাবকদের প্রতি আহবান জানান রমেশ চন্দ্র সেন।

এসময় অন্যান্যের বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, পিটিআই এর সুপারিনটেনডেন্ট জামাল উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন চৌধুরী প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *