Connect with us

দেশজুড়ে

আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিতে বিজিবিকে আল্টিমেটাম

Published

on

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিতে বিজিবিকে ১৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ আল্টিমেটাম দেন।

এমপি মোতাহার বলেন, শুক্রবার নামাজের আগে আটক ওই ৫ ব্যক্তিকে তাদের পরিবারের কাছে ফেরত অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোর্পদ করতে বিজিবির প্রতি আহŸান জানান।

মতবিনিময় সভায় সাফিউল আলম বাবলুর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল হক নাজু, দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রধান ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

স্থানীয়রা এমপি মোতাহার হোসেনের কাছে অভিযোগ করেন, ঈদের দিন রাতে ওই সীমান্তের আবুলের চরে চোরাচালানকারীদের ধরতে গিয়ে তিস্তা নদীতে পড়ে সুমন মিয়া নামে এক বিজিবি’র ল্যান্স নায়েক মারা যান। ওই ঘটনায় বিজিবি আঙ্গোরপোতা-দহগ্রাম এলাকার ৫ জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। কয়েক দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত তাদের আইনশৃঙ্খলা বাহিনী বা তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হয়নি।

সভায় উপস্থিত লোকজনের বক্তব্য শুনে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি দহগ্রাম বিজিবি ক্যাম্পে গিয়ে তাদের উচ্চ পর্যায়ের কথা বলার জন্য লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *