Connect with us

দেশজুড়ে

আটোয়ারীতে মজুরি বৈষম্যের শিকার মহিলা শ্রমিকরা

Published

on

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ক্ষেত-খামারে কর্মরত মহিলা শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুরুষ শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষকরা মহিলা শ্রমিকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এদিকে, অভাবের তাড়নায় স্বামী পরিত্যক্তাসহ বিভিন্ন বয়সের মহিলারা দরিদ্রতার কারণে পেটের দায়ে ক্ষেত খামারে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বোরো ধান ক্ষেত খামারে আগাছা পরিষ্কার থেকে শুরু করে গম ক্ষেত, আলু ক্ষেত, মরিচ ক্ষেত প্রভৃতি স্থানে কাজ করছেন মহিলা শ্রমিকরা। অপরদিকে এসকল নারীশ্রমিকদের দারিদ্রতার সুযোগ নিয়ে কম মজুরি দিয়ে অধিক কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, একই সময় কাজ করে পুরুষ শ্রমিকরা মজুরি পাচ্ছেন ২০০-২৫০ টাকা এবং মহিলা শ্রমিরা পাচ্ছেন ১০০-১২০ টাকা। স্বল্প মজুরি প্রদান করলেও নিজ অধিকার সম্বন্ধে অচেতন মহিলা শ্রমিকরা মহা খুশি থাকছেন বলে তাদের কদরও দিন দিন বেড়েই চলছে। তবে মজুরি বৈষ্যমের শিকার কয়েকজন সচেতন নারী শ্রমিক রেহানা বেগম, উম্মে কুলছুম, ফাতেমা, রেজা বলেন, পেটের দায়ে স্বল্প মজুরিতে কাজ করছি, মজুরি বেশি চাইলে কাজে নিতে চায় না। আবার একদিন কাজ না করলে সংসার অচল হয়ে পরে। তাই শত কষ্ট ও দুঃখ সহ্য করে কম মজুরিতেই কাজ করছি।
দীপু এর শ্রমিকেরা- সুশান্ত, প্রদিপ, আকবর, বিপুল, মজিবর রহমান আরো অনেকে জানান, মহিলারা পুরুষের তুলনায় অনেক বেশি কাজ করেও স্বল্প মজুরি পান এটি সত্যি, তবে সর্বত্রই মহিলাদের মজুরি ১০০-১২০ টাকা হয়ে দাঁড়িয়েছে। মজুরি বৈষম্যের শিকার মহিলা শ্রমিকরা আক্ষেপ ভরা কন্ঠে বলেন, তারা কোনো দিনই কী শ্রমের ন্যায্য মূল্য পাবেন না!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *