Connect with us

ঠাকুরগাঁও

ইচ্ছে শক্তিতে সবই সম্ভব তা পীরগঞ্জের লালিমোহনকে দেখলেই বোঝা যায়

Published

on

Pirgonj Thakurgawon  News 06 06 2015

জাকির হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও: 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া গ্রামের লালিমোহন অঙ্গ প্রতিবন্ধী হয়েও জীবনের হাল ছাড়েনি। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন পরিবারের পাঁচসদস্য নিয়ে। দুই ছেলে ও এক মেয়ের স্কুল ও সংসারের খরচ তার একা রোজকারে চলে। নির্মাণ শ্রমিক লালিমোহনের জন্ম থেকেই একটি হাত পঙ্গু তার পরেও থেমে নেই তার জীবন সংগ্রাম, তিনি প্রতিনিয়ত সংসারের জন্য কাজ করে যাচ্ছেন । তার সাথে কথা বলে জানা যায়, তার দৈনিক আয় ১৭০-২০০ টাকা। তা দিয়ে তার সংসার চালাতে ও তিন সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। সরকারিভাবে কোন রকম সহযোগীতা পাননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক জানান, লালিমোহন অত্যন্ত গরিব অসহায় একজন অঙ্গপ্রতিবন্ধী মানুষ। আমরা যদি তাকে সরকারিভবে কোন অনুদানের ব্যাপারে সহযোগীতা করতে পারি তাহলে তার অনেক উপকার হবে। তিনি ব্যাক্তিগত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবেন বলে জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *