Connect with us

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭

Published

on

Italy earthquake

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। বৃহস্পতিবার দেশটির সিভির প্রটেকশন বিভাগের বরাতে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
খনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অনেক মরদেহ। তাদের উদ্ধারে কাজ করছে ৪ হাজারের বেশি উদ্ধারকর্মী। ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, নিহতদের অনেকেই শিশু। তবে প্রায় দুই লক্ষ বাংলাদেশি অধ্যুষিত ইতালিতে বুধবার ভোরের প্রচন্ড ভূমিকম্পে এখন পর্যন্ত কোন বাংলাদেশি হতাহত হবার খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার বিকালে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনছি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে ১২০নিহত ও ৩৩৬ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন।বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে পারুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিএনএন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *