Connect with us

আন্তর্জাতিক

ইরাকের রামাদি থেকে চার হাজার পরিবার ঘরছাড়া

Published

on

eeb9654ff3e244b6a9f44cd5e14bd409_18আন্তর্জাতিক ডেস্ক:

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে ইরাকি বাহিনীর লড়াইয়ের সূত্র ধরে ‘ভূতুড়ে নগরী’তে পরিণত হয়েছে ইরাকের রামাদি শহর। গত কয়েকদিনের লড়াইয়ে আনবার প্রদেশের এই রাজধানী শহরের অন্তত চার হাজার পরিবার ঘরছাড়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে জাতিসংঘ। এক বছরেরও বেশি সময় ধরে রামাদির নিকটবর্তী ফাল্লুজা শহর নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেট। গত বুধবার (১৫ এপ্রিল) আশেপাশের আরো তিনটি গ্রাম দখল করে নেয় জঙ্গি সংগঠনটি। তবে শুক্রবার (১৭ এপ্রিল) আনবারে বিশেষ বাহিনীর এক কমান্ডার দাবি করেছেন, রামাদি এখনো ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এর আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরাকের অভিবাসন ও উদ্বাস্তু মন্ত্রণালয় জানায়, দুই হাজারেরও বেশি রামাদিবাসী বাগদাদের আশেপাশে আশ্রয় নিয়েছে। সেখানে তাদেরকে তাবু, খাবার ও অন্যান্য সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে, কুর্দিশ পেশমার্গ বাহিনী তেলসমৃদ্ধ কিরকুকের দু’টি গ্রাম দখল করে নেওয়ার দাবি করেছে। এই গ্রাম দু’টির পাশেই বাগদাদের সঙ্গে সংযোগ স্থাপণকারী মহাসড়ক অবস্থিত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *