Connect with us

জাতীয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন চলবে

Published

on

east west

সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগামীকালও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষনা দিয়েছে।  বুধবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সমবেত হয়ে রামপুরার আফতাবনগর ঢোকার মুখ অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন।

টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে। পুলিশ এসে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী ও এক পুলিশ সদস্য আহত হন। তাদের দাবি, অযৌক্তিকভাবে হামলা চালানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের শিক্ষককে আহত করে। তবে পুলিশের দাবি, সেখানকার একটি পুলিশ ফাঁড়িতে ভাংচুর করার পর শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তারা।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করলে আমরা তাদের শান্ত করার চেষ্টা চালাই। তবে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখছি। এ ঘটনায় আহতের বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, টিউশন ফি’র ওপর ভ্যাট আরোপের কারণে লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অনেকেই।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *