Connect with us

বিনোদন

ঈদে তারা তিনজন

Published

on

04_Sajol-Mila-Novelবিনোদন ডেস্ক:
আজ থেকে একযুগেরও বেশি সময় আগে যখন মিলা হোসেন লাক্স ফটোসুন্দরী হিসেবে বিজয়ের মুকুট পরেন ঠিক তখন থেকেই যেন মডেল নোবেলের আদর্শকে নিজের মধ্যে লালন করার চেষ্টা করেন। এখনো মিলা নোবেলের ভীষণ ভক্ত। অনুরূপভাবে একজন মডেল হিসেবে মিডিয়াতে সজলের আগমন ‘একজন নোবেল’ হবার স্বপ্ন নিয়েই। মিলা কিংবা সজলের স্বপ্নের সেই মানুষটির সঙ্গে একসাথে একই নাটকে কাজ করতে পারটা যেন দু’জনের জন্যই বেশ সৌভাগ্যেও বলে দাবি করেছেন মিলা হোসেন ও সজল। তারা দু’জন এবারই প্রথম একসঙ্গে নাটকে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি চিরসবুজ মডেল তারকা নোবেলের সঙ্গে দু’জনের একসাথে নাটকে কাজ এবারই প্রথম। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় নোবেল, মিলা হোসেন ও সজল একসঙ্গে অভিনয় করেছেন ‘তারপর নদী’ নাটকে। সম্প্রতি রাজধানী উত্তরার দিয়াবাড়িসহ একটি শ্যুটিং হাউজে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করতে হয়। যে কারণে খুব ভালো স্ক্রিপ্ট না হলে কাজ করাও হয়ে উঠে না। আলভী আপার নাটকের গল্প খুব ভালো লেগেছে। তা ছাড়া মিলা এবং সজল দু’জনই আমার অত্যন্ত স্নেহভাজন, তারাও কাজ করবে জেনে আগ্রহী হয়ে উঠেছিলাম। সবমিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ মিলা হোসেন বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বলা যায় এখন পারিবারিক। তারসঙ্গে কয়েকবছর আগে আমেরিকায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। গতবছর একটি নাটকেও কাজ করেছি। একজন মানুষ হিসেবে, একজন মডেল হিসেবে তার তুলনা নেই। তারসঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক আনন্দের।’ ‘ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেড’র কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো প্রযোজিত ‘তারপর নদী’ নাটকটি চলতি বছরের ঈদ উল ফিতরে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *