Connect with us

দেশজুড়ে

উত্তাল বঙ্গোপসাগর

Published

on

বঙ্গোপসাগর উত্তাল, জেলেরা নিরাপদ আশ্রয়ে

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে থাকার কারণে শনিবার থেকে সাগর উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ায় সাগরে টিকতে না পেরে শত-শত ফিশিং ট্রলার সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় আবহাওয়া বিভাগ সমুদ্র বন্দর মংলাসহ কয়েকটি বন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করেছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে ঝড়ো হাওয়ার কারণে বাগেরহাট শহরের কয়েক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বাগেরহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের সুইচ রুম অপারেটর আক্তার হোসেন জানান, বাতাসের গতিবেগ বেশি থাকায় রোববার ১০ থেকে ১২ বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। আবহাওয়ার পরিস্থিতি ভাল হলে সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল আহম্মেদ জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় শনিবার সকাল থেকে কয়েকশ মাছধরা ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা নিরাপদ আশ্রয়ে সুন্দরবনের ছোট-ছোট খালে নোঙ্গর করেছে। এ ছাড়া শরণখোলা ও মংলার মৎস্য বন্দরেও অনেক মাছধরা ট্রলার এবং ইঞ্জিন চালিত নৌকা নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করেছে বলে জানা গেছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *