Connect with us

বিচিত্র সংবাদ

একই গাছে ৪০ প্রজাতির ফল!

Published

on

image_252216.2

বিচিত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একই গাছে ৪০ প্রজাতির ফল চাষে সফল হয়েছেন অধ্যাপক স্যাম ফন আকেন। পিচ, চেরি, প্লাম, এপ্রিকট ও আমন্ডসহ আরও অনেক প্রজাতির। তাঁর এ সফলাতায় সবাইকে শুধু চমকেই দেননি আলোচনারও খোরাক যুগিয়েছে।

নিউ ইয়কের্র বাসিন্দা অধ্যাপক স্যাম ফন আকেন সত্যিই এরকম এক গাছ তৈরি করে ফেলেছেন, যাতে নির্দিষ্ট সময়ে ফল ধরে, সব মিলিয়ে ৪০ রকমের। শুধু ফল নয়, তার আগে ফুলও ধরে। এই বসন্তেই ৪০ ধরনের নানা রঙের ফুলে ভরে গিয়েছিল গাছ। এবার, ক্রমশ গরম করতে শুরু করার পর ফল ধরতে শুরু করেছে। শিল্পকলার অধ্যাপক স্যাম ফন আকেন এই যে আশ্চর্য ব্যাপারটা ঘটিয়ে ফেলেছেন, এটা নিয়ে আমেরিকা জুড়ে খুব হইচই হচ্ছে।

সবাই জানতে চাইছেন, কীভাবে একটা গাছে ৪০টা ফল গাছের সমাহার করে ফেললেন। প্রাচীন এক পদ্ধতি, বলছেন স্যাম। আসলে কলমের গাছ বানানোর কায়দা রপ্ত করেছেন তিনি। এশিয়ার দেশে যা রীতিমত চালু পদ্ধতি। তাঁর এ সফলতা যুক্তরাষ্ট্র জুড়ে বেশ সাড়া পড়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *