Connect with us

জাতীয়

‘এরা চরম সুবিধাবাদী, এদের মধ্যে মানবাধিকার রক্ষা বলে কিছু নাই ’

Published

on

download (6)নিজস্ব প্রতিনিধি:   ‘এদের মধ্যে মানবাধিকার রক্ষা বলে কিছু নাই। এই সংস্থাগুলো চরম সুবিধাবাদী। কোনো একটা উদ্দেশ্য আছে তাদের।’

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার  সংগঠন গুলোর এমনই সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন মাস ধরে নাশকতায় মানুষ পুড়িয়ে মারা হলেও দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা একটু কিছু করলেই মানবাধিকার নিয়ে কথা শুনি। গত তিনমাসে এতগুলো মানুষ পুড়লো, কই কোনো মানবাধিকার সংস্থা তো এটার প্রতিবাদ করলো না। যখন বেগম খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মারে তখন তাদের মানবাধিকার লঙ্ঘন হয় না?’

তিনি আরও বলেন, ‘যখন জ্যান্ত মানুষগুলো পুড়িয়ে মারলো তখন কোনো মানবাধিকার সংস্থা কথা বললো না। তখন মানবাধিকার সংস্থাগুলোর কলমের কালিও শেষ হয়ে যায়। তাহলে কি তারাও এর জন্য দায়ী?’

এ সময় তিনি বলেন, আমার প্রশ্ন যারা বিবেকবান, শিক্ষিত, সচেতন, তারা কীভাবে বিএনপি-জামায়াতকে সমর্থন দেবে, ভোট দেবে। খালেদা জিয়া চরমভাবে ব্যর্থ হয়ে ঘরে ফিরেছেন। তার শিক্ষা হয়েছে, মানুষ পুড়িয়ে মেরে আন্দোলন হয় না।

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, পুড়িয়ে মারা হুকুম দিয়েছে, অস্ত্রের যোগান দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন যাকে যেখানে পাওয়া যাবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, যেন কেউ ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *