Connect with us

খেলাধুলা

ওয়াকারের বিপক্ষে ‘গুরুতর’ অভিযোগ

Published

on

স্পোর্টস ডেস্ক:s-11

পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস দলের সিনিয়র খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্য ‘গোপন এজেন্ডা’ নিয়ে নেমেছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাক। ফলে আসন্ন বাংলাদেশ সফরের দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বাদ পড়ায় তিনি অবাক হননি বলে জানান। দ্য ডনকে দেয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে ওয়াকার ইউনিসের ‘গোপন এজেন্ডা’ রয়েছে। এজন্য তিনি কোচ হওয়ার পরপরই দলের সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়েছেন এবং তাদের ক্যারিয়ার ধ্বংস করেছেন।’ নিজের মতামতের পক্ষে যুক্তি দেখিয়ে আবদুল রাজ্জাক বলেন, ‘২০১১ সালে তিনি যখন প্রথম আমাদের কোচ হন, তখন আমাকে ও মোহাম্মদ ইউসুফকে ‘টার্গেট’ করেন। ইউসুফ তো তার কোচ হওয়ার পর পাকিস্তানের হয়ে আর কখনও খেলার সুযোগ পায়নি। তিনি সব সময় এমনটাই করেন। এমনকি শোয়েব আখতারও তার কারণে অবসর নিতে বাধ্য হয়েছে।’ পাকিস্তানের হয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলা রাজ্জাক অভিযোগ করেন, ওয়াকার ইউনিসের কারণেই শহিদ আফ্রিদি ২০১১ বিশ্বকাপের পর অধিনায়কত্বের দায়িত্ব হারান। তিনি বলেন, ‘২০১১ বিশ্বকাপের পর আমরা সীমিত ওভারে ক্রিকেটে তেমন কোনো উন্নতি করতে পারিনি বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এজন্য আমি মিসবাহকে দোষারোপ করেছি। তবে লোকজন মিসবাহর ব্যাটিং পারফরমেন্স ভালো দেখে তার প্রতি সমর্থন অব্যাহত রাখে। তবে সত্যি কথা হচ্ছে, সে খেলোয়াড়দের মনস্ত¡াত্তিক জগতে ধীরে খেলা এবং ভয় নিয়ে খেলতে অভ্যস্ত করে তোলে। এমনকি নতুন খেলোয়াড়রাও তার এই সংস্কৃতির কারণে আক্রান্ত হচ্ছিল।’ রাজ্জাক অভিযোগ করেন, ওয়াকার আগের চেয়ে বেশি করে সিনিয়র খেলোয়াড়দের ‘টার্গেট’ করছে। এজন্যই আহমেদ শেহজাদ ও ওমর আকমলের মতো মেধাবী ক্রিকেটারদের দলে জায়গা দেয়নি। রাজ্জাক আরও বলেন, ‘ওয়াকার নিঃসন্দেহে একজন গ্রেট বোলার। তবে আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে তার ম্যানেজম্যান্ট দক্ষতা খুবই বাজে। এর কারণ হচ্ছে, সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে তার নিজস্ব একটা এজেন্ডা রয়েছে। এটির পরিবর্তন না ঘটলে পাকিস্তান ক্রিকেটের জন্য দুর্দশা অপেক্ষা করছে।’ ৩৫ বছর বয়সী রাজ্জাককে অবসর গ্রহণ করার জন্য নির্বাচকরা বারবার বললে তাতে কর্ণপাত করছেন না এই পাক অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে ২৬৫ ওয়ানডেতে ২৬৯ উইকেট লাভ করেন আবদুর রাজ্জাক। ব্যাট হাতে পাঁচ হাজারের বেশি (৫০৮০) রান করেন তিনি। পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ করতে না দেয়ারও সমালোচনা করেন এক সময়ের সেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল খেলে নিজেদের উন্নতি ঘটাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের ক্রিকেটাররা সেখানে খেলতে পারছে না, যদিও এক্ষেত্রে তাদের কোনো দোষ নেই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *