Connect with us

আন্তর্জাতিক

কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটিশ রাজবধূ কেট

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিতীয় সন্তানের আলোয় আলোকিত হলো ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতির কোল। ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত কেট এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (২ মে) স্থানীয় সময় সকালে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের রাজপ্রাসাদ ‘কেনসিংটন প্যালেস’ এক বিবৃতিতে কেটের দ্বিতীয় সন্তান উপহারের ঘোষণা দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে রাজপরিবারের নতুন সদস্যের আগমন ঘটে। জন্মের সময় তার ওজন ছিল ৮ পাউন্ড ও তিন আউন্স (প্রায় পৌনে চার কেজি)। এসময় কেটের পাশে ছিলেন তার স্বামী ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম। এখন মা ও শিশু দু’জনেই ভালো আছেন বলেও বিবৃতিতে জানানো হয়। এর আগে, ভোর ৬টায় ৩৩ বছর বয়সী কেটকে পশ্চিম লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে নেওয়া হয়। ১৯৮২ সালে এই হাসপাতালেই প্রিন্স উইলিয়ামের জন্ম হয়। তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান। মেয়েদের ক্ষেত্রে ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয় নাম এলিজাবেথ, চার্লট ও ভিক্টোরিয়া। আর ছেলেদের ক্ষেত্রে জনপ্রিয় নাম আর্থার ও জেমস। প্রথা অনুযায়ী, নবজাতকের জন্মের পরপরই বাকিংহাম প্রাসাদে নোটিশ ঝুলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এখন নতুন কন্যা সন্তানের নাম কী রাখা হচ্ছে সে নিয়েই উৎসুক ব্রিটিশরা। এর আগে, ২০১৩ সালের ২২ জুলাই কেট ও প্রিন্স উইলিয়াম দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *