Connect with us

Highlights

করোনার অজুহাতে কাউনিয়ায় দাম বেড়েছে নিত্যপণ্যের

Published

on


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ২০টি হাট-বাজার ও বিভিন্ন দোকানে হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে হেনস্তার শিকার হচ্ছেন ক্রেতা সাধারণ।

গত শুক্রবার উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, সম্প্রতি করোনা ভাইরাসের অজুহাতে চাল প্রতিবস্তায় দাম বেড়ে হয়েছে ২ হাজার ৪’শ থেকে ৩ হাজার টাকা, পিঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, আলু, মরিচ, ঢেড়সঁ, সিম, করলাসহ সকল প্রকার সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত।

গতকাল স্থানীয় বরুয়াহাট বাজারে সবজি কিনতে আসা সেরাজুল বলেন, ‘সবায় কয় করোনার কারণে সব কিছুর দাম বাড়বে সে জন্যে হামরা এলায় বেশী করি কিননো, কায় জানে কোনবেলাবা দোকানী কয় পিঁয়াজ এলা ২’শ টাকা, তোমরায় কন তখন হামার কি হইবে তাই মুই একনা বেশী করিই আনাজ (সবজি) কিননু।’

একই অবস্থা বিরাজ করছে উপজেলার হারাগাছ পৌরসভাসহ সকল এলাকায়। এ নিয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান ইউএনও মোছাঃ উলফৎ আরা বেগম। তিনি বলেন, বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *