Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় মামলা দিয়ে হয়রানির হুমকির অভিযোগ

Published

on


মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলায় জড়ানোর আতংকে রয়েছে ভুক্তভোগি কয়েকটি পরিবার। এ ঘটনায় কাউনিয়া থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি পরিবার গুলো।

অভিযোগ ও ভুক্তভোগি সুত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণলস্কর গ্রামের মৃত মতিয়ার রহমান সরকারের স্ত্রী ফজিলা বেগম, মৃত আব্দুল হক পুত্র মনিরুল ইসলাম ও কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম, মৃত ছাবেদ আলীর পুত্র আমিনুল ইসলামের সাথে একই এলাকার মৃত বছির উদ্দিন ওরফে কেল্লার পুত্র মেহের আলী, মোকছেদ আলীর স্ত্রী কহিনুর বেগম, মৃত মকবুল হোসেনের পুত্র জবসের আলী, মৃত বছির উদ্দিন ওরফে কেল্লার পুত্র মোকছেদ আলী, সুলতান আলীর পুত্র বাবলু মিয়া, মৃত আকতার হোসেনের পুত্র শরিফুল ইসলাম, মোকছেদ আলীর পুত্র রিপন মিয়ার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। সে কারণে অভিযুক্তরা হাটে-বাজারে সামনে এসে ভুক্তভোগিদের নামে অকথ্য ভাষায় গালা-গালি ও যে কোন মুহুর্তে বড় ধরনের শারিরীক ক্ষয়ক্ষতিসহ জীবন নাশের হুমকি প্রদর্শন করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন চলমান রয়েছে।

এ বিষয়ে শিবু কুটিরপাড়া বাজারের দোকানদার তাজুল ইসলামের স্ত্রী আদুরী বেগম জানান, কহিনুর একজন ঝগড়াটে মহিলা। সে বাজারে এসে যত্রতত্র অযথা অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং তার কথায় প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। একই অভিব্যক্তি মৃত ইসমাঈল হোসেনের ছেলে শামসুল আলম ও ফকরুদ্দিন মাষ্টারের ছেলে মিজু মিয়া বলেন, মেহের-মেছেররা খুবই খারাপ মানুষ। তারা সব সময় অন্যকে ফাঁসাতে ব্যতিব্যস্ত।

অভিযোগের বিষয়ে মেহের আলী ও কহিনুর বেগমের সাথে কথা হলে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আঃ মান্নান বলেন, বিরোধ সংক্রান্ত বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই বিষয় গুলো নিস্পত্তি করতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু মেহের-মেছের গং এর হটকারিতায় তা হয়নি।

দীর্ঘদিনের উভয়পক্ষের মতবিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীরা জানায়, উভয় পক্ষ পাশাপাশি বাসিন্দা তাদের একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিরোধ নিস্পত্তি করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *