Connect with us

আন্তর্জাতিক

কার্গো হোল্ডে নড়াচড়া, বিমানের জরুরি অবতরণ

Published

on

657637_630x354আন্তর্জাতিক ডেস্ক:

লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই সিয়াটলে জরুরি অবতরণ করে আমেরিকার আলাস্কা এয়ারলাইনসের একটি বিমান। কোনো যান্ত্রিক ত্র“টি নয়, অনাকাক্সিক্ষত কিছু শব্দের উৎস সম্পর্কে নিশ্চিত হতে না পেরে পাইলট বিমানটি জরুরি অবতরণ করান। সোমবার ১৭৬ জন আরোহী নিয়ে আলাস্কা এয়ারলাইনসের ৪৪৮ নম্বর ফ্লাইটটি সিয়াটল থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হয়েছিল। আরোহীদের মধ্যে ১৭০ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। জরুরি অবতরণের পর শব্দের উৎস খুঁজতে গিয়ে তাজ্জব বনে যান সবাই। বিমানের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে পণ্য বহনের কাজে নিয়োজিত এক কর্মীকে পাওয়া যায় কার্গো হোল্ডে। যেহেতু সেখানে কারো থাকার কথা নয়, তাই এই কর্মীর নড়াচড়া শব্দে খটকা লাগে পাইলটের মনে। আলাস্কা এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, ফ্লাইটটিতে পণ্য ওঠানামার কাজ করছিলেন চারজন। তাদের মধ্যে একজন ক্লান্ত হয়ে কার্গো হোল্ডে ঘুমিয়ে পড়েছিলেন!  কার্গো হোল্ড থেকে উদ্ধারের পর ওই কর্মীকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পর সিয়াটল থেকে আবার রওনা হয়ে সোমবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস পৌঁছায় ফ্লাইট ৪৪৮। ওই ফ্লাইটের মার্টি কলিনস নামের এক যাত্রী বলেন, “লস অ্যাঞ্জেলেসের দিকে ভালোভাবেই রওনা হই আমরা। কিন্তু উড্ডয়নের মিনিট পাঁচেক পরই পাইলট যাত্রীদের সামনে এসে জানান, আমরা ফিরে যাচ্ছি। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সিয়াটলে অবতরণ করব আমরা। অবতরণের পর অনেক ট্রাক, অগ্নিনির্বাপক যান ও পুলিশ ফ্লাইটটি ঘিরে ফেলে।”  আলাস্কা এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়, বিমানের কার্গো হোল্ডে চাপ ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া উড্ডয়নের পর মাত্র ১৪ মিনিট আকাশপথে ছিল ফ্লাইটটি। তাই ওই কর্মীর বিশেষ কোনো ক্ষতি হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *