Connect with us

ঠাকুরগাঁও

কালো ছাগল বিক্রীতে প্রতারণা !

Published

on

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের হাট বাজারগুলোতে কালো ছাগলের প্রতি ক্রেতাদের ন্জর বেড়েছে। এতে প্রতারণার সুযোগ করে নিয়েছে বিক্রেতা প্রতারক চক্র। মানুষ নিজেকে তরুন ও আকর্ষণীয় করতে বা বয়স কমাতে সাদা চুলে কলপ মেখে কালো করে থাকে। তাই বলে নিরিহ ছাগলের বয়স কমানো বা আকর্ষণীয় করার কি কোন প্রয়োজন আছে ! অবাক হলেও সত্যি যে, সাদা ছাগলছে কলপ মাখিয়ে কালো রঙের ছাগল বানিয়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছে।

লোম হর্ষক এমনই অহরহ ঘটনা ঘটছে রাণীশংকৈলে। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে ছাগল ব্যবসায়ীদের কথা বললে তারা জানায় কিছু অসাধু ব্যবসায়ী কুরবানি ঈদের জন্য ব্যস্ত সময় পার করছে। সাদা ছাগকে কলপ মাখিয়ে কালো করতে। কারণ হিসেবে তারা বলে বাজারে সাদা ছাগলের চেয়ে কাল্ ছাগলের দাম বেশী হওয়ায় এ ধরণের প্রতারণা বেড়েই চলেছে। তাই অধিক বিক্রী ও মুনাফা লাভের আশায় চুলে দেওয়া ফাইভ স্টার, মারলিন, হেয়ার কোড, গোড রেজ, স্পিরিটসহ নানা রঙের কলপ দিয়ে কালো করছে সাদা ছাগলকে। আর এসব ছাগল স্থাণীয় বাজার ছাড়াও রাজধানিসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, এসব ছাগল কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এর প্রতিকার করার কি কেউ নেই। নেকমরদ বাজারে ছাগল কিনতে আসা ভুক্তভোগি সগির আলী জানায় গত বছর ১৮ হাজার টাকায় একটি ছাগল কিনে বাড়িতে এনে গোসল করালে গায়ের রং উঠে সাদা হয়ে যায়। কুরবানির ঈদকে সামনে রেখে এ প্রতারণা বেড়ে গেছে। ফয়দা লুটছে অসাধু ছাগল ব্যবসায়ীরা। বিষয়টি সুষ্ঠ মনিটরিং করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দরকার বলে সুধিমহল অভিমত ব্যক্ত করেণ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *