Connect with us

দিনাজপুর

কিছুটা বিপর্যয়ে বিরলের লিচু চাষীরা

Published

on

Birol Dinajpur 27 05 2015বিরল প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর বিরল উপজেলার লিচু চাষীরা ছিল খুবই আনন্দিত ও মুখরিত। এ বছরের লিচুর বাম্পার ফলন হওয়ায় আগে থেকে তারা স্বপ্ন দেখে প্রচুর লাভের। কিন্তু কিছুদিন আগের ঘুর্ণিঝড়ে তা কিছুটা থমকে দাড়ায়। কারন সেই ঝড়ে অনেক চাষীর বাগান থেকে ছিটকে পড়ে কিছু সংখ্যক লিচু গাছ। গতকাল বিরলের রবিপুর গ্রামের এক লিচু চাষী আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এর সাথে কথা বলে জানতে পারা যায় যে, গত মৌসুমে খুব ভালো ফলন হওয়ায় ও আবহাওয়ার কোন বিরুপ প্রতিক্রিয়া না ঘটায় এবং লিচুর দাম পর্যাপ্ত থাকায় অনেকটাই লাভবান হতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার ঘুর্ণিঝড়ে তিনি কিছুটা বিচলিত। এবং তিনি বলেন গতবারের থেকে চলতি মৌসুমে লিচুর দাম তুলনামূলক কম থাকায় ও ঘূর্ণিঝড়ে কিছু সংখ্যক লিচুগাছ নষ্ট হওয়ায় তার লাভের আশা অনেকটাই কম। মাধববাটী গ্রামের আরো এক লিচু চাষী মোঃ মকবুল মিয়া এর সাথে কথা বললে তিনিও সেই একই কথা বলেন। এখন তাদের একটাই আশা যদি লিচুর দাম বাড়ে তাহলে তারা কিছুটা লাভের স্বাধ গ্রহণ করতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *