Connect with us

বিবিধ

কিভাবে উইন্ডোজ সেটিংস পরিবর্তন করে ইন্টারনেট স্পীড বাড়াবেন

Published

on

it-2cরকমারি ডেস্ক:
ইন্টারনেট স্পীড কম হলে ইন্টারনেটে যেকোনো কাজ করতে গেলেই অনেক সময় লাগে। এছাড়া কোন কিছু ডাউনলোডের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ যা কিনা খুবই বিরক্তিকর। ইন্টারনেট স্পীড বাড়ানোর জন্য অনেকেই অনেক রকম পদ্ধতি প্রয়োগ করে থাকেন। তবে আজ আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ সেটিংস পরিবর্তন করে ইন্টারনেট স্পীড বাড়ানো সম্ভব।
চলুন দেখে নিই ছোট এই প্রক্রিয়াটিঃ
১) প্রথমেই আপনার উইন্ডোজের start মেন্যু থেকে run এ যেয়ে gpedit.msc সংপ লিখে এন্টার চাপুন।
২) এখন একটি উইন্ডো আসবে যার মধ্য থেকে administrative templates থেকে network সিলেক্ট করে qos packet scheduler  এ ক্লিক করুন এখন limit reservable bandwidth এ ক্লিক করলে একটি পেজ আসবে যার মধ্যে enable নামে একটি বাটন থাকবে এখন enable এ ক্লিক করুন এবং নিচে একটি বক্সের ভেতর দেখবেন bandwidth limit ২০ লেখা রয়েছে। উইন্ডোজ ডিফল্টরূপে ২০% ব্যান্ডউইথ সেভ করে থাকে হাই প্রায়োরিটি ইন্টারনেট প্যাকেজের জন্য। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এতটা ব্যান্ডউইথ সেভের প্রয়োজন হয়না।

৪) এখন আপনি bandwidth limit ২০ এর জায়গায় ০ করে দিন এবং apply বাটন চেপে ok  চাপুন।আশা করা যায় এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনার ইন্টারনেট স্পীড বৃদ্ধি করতে সক্ষম হবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *