Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে জয়মনিরহাটের জমিতে অবৈধ ঘর উঠানোর হিড়িক

Published

on


Kurigram Joymony hat photo- (1) 14.05.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাটের জমি দখল করে অবৈধ ঘর উঠানোর হিড়িক পড়েছে। এ অবস্থায় হাটের জমি সংকুচিত হয়ে হাটবাজারের ব্যবস্থায় চরম জটিলতার সৃষ্টি হয়েছে। বর্তমান ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ সহায়তায় এলাকার চিহ্নিত প্রভাবশালী মহল অবৈধ ঘর তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বৃটিশ আমলে স্থাপিত হলে তৎকালীন এলাকার প্রয়াত ভোলা নাথ সরকারের দুই পুত্র শ্রী মন্ত নারায়ণ সরকার ও রাজ মোহন সরকার টি,সি এস রেকর্ডে ২৬৩৬ দাগে মোট ১ একর ৯০ শতাংশ জমি জয়মনিরহাট-বাজারের নামে রেজিষ্টারী করে দেন। হাটবাজারটি দীর্ঘদিন থেকে চলে আসা অবস্থায় জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর প্রত্যক্ষ সহায়তায় এলাকার কিছু চিহ্নিত প্রভাবশালীর কর্তৃক অবৈধভাবে দখল হতে থাকে উক্ত বাজারের জমি।

জয়মনিরহাট-বাজারের জমি অবৈধ দখল করায় হাটবাজারের অবৈধ স্থাপনা সরানোর জন্য জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাটবাজার ব্যবস্থাপনা কমিটির প্রধান গোলাম রব্বানী তালুকদার একাধিকবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত অভিযোগ করার পরেও রহস্যজনক কারনে কোন আইনগত ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টো নতুন করে চেয়ারম্যানের সহযোগীতায় হাটের জায়গা দখল করছে স্থানীয় প্রভাবশালীরা। বর্তমানে বাধা দেয়ায় প্রভাবশালী মহলের লোকজন আরও বেপরোয়া হয়ে অবৈধ ঘর উঠানোর হিড়িক ফেলে দিয়েছে। সরকারী বিধিমোতাবেক হাটবাজারের চারিদিকে ব্যবসায়ীদের জন্য ভিটি বরাদ্দ থাকা সত্বেও তারা হাটের মাঝামাঝি বাজারের স্থানে ভিটির ১২০ ফুট, ৩৯ ফুট এবং ১৩৫ ফুট হাটের জমি দখল করে আধাপাকা ঘর নির্মান করছে।

হাটের ইজারাদারগন হাটের জমিতে বিনানুমতিতে ঘর উঠানোর কারন জিজ্ঞাসা করলে তারা মারমুখী হলে পরে পড়ছে।  জয়মনিরহাটের ইজারাদার মোস্তাফিজার রহমান স্বপন জানান, বিনা অনুমতিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মদদে হাটের জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করা হচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর চড়াও হচ্ছে। এ অবস্থায় আমরা হাটের জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করনেনি। অনতিবিলম্বে জয়মনিরহাটবাজারটির জমি উদ্ধার করতে এলাকাবাসী ও ইজারাদারগন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারটির উন্নয়ন কল্পে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *