Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর কমলা খাতুন সেরা জয়িতা

Published

on

554
নাগেশ্বরী  প্রতিনিধি: 
মহিলা বিষয়ক অধিদপ্তর , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ‘ জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমে  বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী ’ ক্যাটাকরীতে কুড়িগ্রামের সর্বশ্রেষ্ঠ জয়িতার (২০১৪) সম্মানে ভূষিত হলেন ভূরুঙ্গামারীর মোছাঃ কমলা খাতুন । এর আগে তাকে একই ক্যাটাগরীতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সর্বশ্রেষ্ঠ জয়িতা এবং সর্বশেষ ১১্ এপ্রিল রংপুর আরডিআরএস মিলনায়তনে বিভাগীয় কমিশনার মুহাঃ দিলওয়ার বখত কর্তৃক জয়িতা (২০১৪) স্বীকৃতি প্রদান করা হয় । বাল্য বিবাহিত জীবনে দুই সন্তানের জননী হওয়ার পর স্বামী কর্তৃক পরিত্যক্ত হলে এক সময় সমাজে অবহেলিত আর খুবই অসহায় হয়ে পড়েন কমলা খাতুন । সেখান থেকে জীবন সংগ্রামের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ২ সন্তান নিয়ে সম্মানের সহিত এগিয়ে চলা পল্লীর এই গুণবতী নারীর বাড়ী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী ( বাউশমারী ) গ্রামে । তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অন্তর্ভূক্ত বাউশমারী পল্লী সমাজের একজন সক্রিয় সদস্য ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *