Connect with us

দেশজুড়ে

কোম্পানী করার প্রতিবাদে রংপুর বিদ্যুৎ জোনে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Published

on

Rangpur  PDB Photosনিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর-রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ জোনকে কোম্পানীতে রূপান্তরিত করার অপচেষ্টাকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার দুপুরে রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ জোন অফিসে আট জেলার অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীদের সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এর আগে রংপুর বিদ্যুৎ বিতরণ জোনের আট জেলার সকল অফিসের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি করে জোনাল অফিসে এসে জড়ো হন।
কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক দিনাজপুর বিদ্যুৎ বিতরণ জোনের নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রংপুর জোনের উপ-পরিচালক জয়নাল আবেদীন, আঞ্চলিক হিসাব রক্ষক নাহিদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী আহম্মেদ, সিবিএ নেতা রেজাউল ইসলাম রেজা, সভাপতি ফজর আলী, সেক্রেটারী শাফায়েত হোসেন, রংপুর বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মহানগর সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রংপুর বিদ্যুৎ বিতরণ জোনের প্রত্যেকটি অফিসে কর্মবিরতি চলছে। যতক্ষণ পর্যন্ত রংপুর-রাজশাহী বিদ্যৎ বিতরণ জোনকে কোম্পাণীতে রূপান্তর করার ঘোষণা থেকে সরকার সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, পিডিবি এখন লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু এখানে ঘাপটি মেড়ে থাকা বিএনপি জামায়াতের কিছু দোসর এবং রিটায়ার্ড অফিসাররা বিদ্যুৎ বিভাগকে কোম্পানিতে রুপান্তরের অপচেষ্টা করছে। অবিলম্বে তা বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিদ্যুতের মতো স্পর্শকাতর বিভাগ বেসরকারী খাতে দেয়ার বিষয়টি খুবই দু:খজনক। বিদ্যুৎ খাতে সরকারের বিশাল অর্জনকে ঠেকানোর জন্যই কোম্পানী করার অপচেষ্টা করছে একটি পক্ষ।
বক্তারা অবিলম্বে কোম্পানী করার পরিকল্পনা বাদ দেয়া না হলে রংপুর বিভাগে বিদ্যুতের সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারী দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *