Connect with us

রাজনীতি

কোরবানিতে পশুর সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

Published

on

Mpঈদে কোরবানির পশুর কোনো কমতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের চাহিদাপূরণে পর্যাপ্ত পশুর মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি শুরু হবে। সোমবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দেশে পেঁয়াজসহ নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পশু, পেঁয়াজ, রসুন, মশলা, তেল, চিনিসহ ঈদকেন্দ্রিক সব পণ্য এবং নিত্য ব্যবহারের সামগ্রীর মূল্য যেন কিছুতেই নিয়ন্ত্রণহীন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী।

জবাবে ‘পশু সংকটের খবর পুরোপুরি সত্য নয়’ দাবি করে আমদানিকারকরা তাকে জানান, যেটুকু সংকট রয়েছে বলে প্রচারিত হয়েছে, সেসব কাটাতে সামান্য কিছু সময় লাগবে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভালোভাবেই ঈদ করতে পারবে।

কোরবানির ঈদকেন্দ্রিক পণ্যের সংকট হবে না এবং পণ্যের মজুদ ঠিক আছে বলেও উপস্থিত সবাই বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন। পেঁয়াজের মূল্য আরও কমে আসবে বলে জানান তারা।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *