Connect with us

দেশজুড়ে

গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, আহত ২

Published

on

মেহেরপুর প্রতিনিধি:
গাংনী-ধানখোলা সড়কের গাছ ফেলে একটি ডিসকভারী মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের রামদার আঘাতে ২জন গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ৮ টার সময় গাংনী থানাপাড়া ও ধানখোলা গ্রামের মধ্যেবর্তী সড়কের মাঠের মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রাতে গাংনী উপজেলার চান্দামারী গ্রামের বাদল আলী (৪০) ও হীরা মিয়া (২৬) একটি মোটরসাইকেলযোগে গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ১০-১৫ জনের একদল ছিনতাইকারী সড়কের পাশের গাছ কেটে গতিরোধ করে তাদের। এ সময় ছিনতাইকারীরা তাদের দুজনকে গাড়ি থেকে নামাতে গেলে, হাতাহাতি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বেঁধে পাশের বিলের পাড়ে ফেলে রাখে। পরে সবজি ব্যবসায়ী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মুনসুর আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৪) নিজস্ব ভ্যানযোগে ওই স্থান দিয়ে আসছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে কাছে থাকা ৪শত টাকা ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান দিয়ে আসা কয়েকজন পথচারী সড়কের পাশে ভ্যান পড়ে থাকা দেখে এলাকায় খবর দেয়। এলাকাবাসী মাঠে অনেক খোঁজাখুজির পর একপর্যায়ে তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। মনিরুল অক্ষত অবস্থায় থাকলেও আহত বাদল ও হিরাকে রাতেই গাংনী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *