Connect with us

গাইবান্ধা

গোবিন্দগঞ্জে উৎসব মূখর পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

Published

on

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসব মূখর পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদর্যাপন করা হচ্ছে। জেলার খ্রিষ্টান অধ্যুষিত গোবিন্দগঞ্জে উপজেলার ৪৮টি খ্রিস্টান মন্ডলীর এ উপলক্ষে নেয়া হয়েছে নানা ধরণের কর্মসূচী। কর্মসূচীর মধ্য রয়েছে, প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
রবিবার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর লুথারেম চার্চ প্রাঙ্গনে বড়দিনের অনুষ্ঠানের শুরুতেই রংপুরের এ বিসিএস এর পালক প্রধান রেভাঃ বার্নাবাস হেম্রম বাইবেলের পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এরপর এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ খ্রিষ্টান সম্প্রদায়ের সাঁওতাল, বাঙ্গালী, ওরাও, মাহলী শিশুদের সাথে মোমবাতি প্রজ্জ্বলন শেষে কেক কর্তন করেন। এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রফিক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, আদিবাসী নেত্রী এমেলী হেম্ব্রম, প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। এর আগে সঙ্গীতের মূচ্ছর্নার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের তরুণীরা অতিথিদের বরণ করে নেয়। বড়দিনের এই উৎসবে উপজেলার কাটাবাড়ী, রাজাহার, শাখাহার সাপমারা, গুমানীগঞ্জ ইউনিয়নের ৪৮টি খ্রিস্টান মন্ডলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি খ্রিষ্টান সম্প্রদায়ের বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *