Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামের অাগ্রাবাদে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

Published

on

PicsArt_1440570277909রুমেন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন অাগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার সকাল ভোর ৬টার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোটর সাইকেল আরোহী নাম মো.কামাল হোসেন(৩০)। তিনি কুমিল্লা জেলার বরলিয়া এলাকার শহিদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অাগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনের প্রধান রাস্তায় ভোরে ফাঁকা অবস্থায় পেয়ে দুটি ট্রাক পাল্টাপাল্টি ওভারটেক প্রতিযোগিতা করছিল। এ সময় ওই মোটর সাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলটিসহ এর চালক ছিটকে পড়ে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক মোহাম্মদ হামিদ জানিয়েছেন, ট্রাকের পাল্টাপাল্টি ওভারটেক প্রতিযোগিতায় এ দুর্ঘটনা হয়েছে। দু’টির একটির ট্রাকেরর ধাক্কায় কামাল নামের ওই মেটর সাইকেল অারোহী ছিটকে পড়ার পর জনতা তাকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে অাসে। তার অাবস্থা আশঙ্কাজনক ছিল। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর সকাল ৭টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।

নগরীর ডবলমুরিং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নূরুল অালম তালুকদার জানিয়েছেন, দুর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ঘাতক ট্রাক দু’টি পালিয়ে গেছে। এগুলোকে অাটকের চেষ্টা চালানো হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা অাছে বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *