Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামে জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে জন সচেতনতামূলক র‌্যালি

Published

on

ctg 24

জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে মাদক বিরোধী র‌্যালি।

চট্টগ্রাম ব্যুরো: মাদক একটি সর্বনাশা ব্যাধি সৃষ্টিকারীর নাম। মাদক এদেশের সুস্থ পরিবেশকে ছোবল মারছে। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে ছাত্র ও যুবসমাজ। মাদক বিক্রেতা, মাদকসেবী এবং জঙ্গি সন্ত্রাসী এরা জাতির শত্রু। এরা কারা তাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এ ব্যাপারে অবশ্যই সফলতা আসবে। কমে যাবে অপরাধ কর্মকান্ডও। জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে মাদক,ইভটিজিং ও জঙ্গি সন্ত্রাস বিরোধী জন সচেতনতামূলক র‌্যালি সংগঠনের বিভাগীয় সাধারন সম্পাদক এম জামাল উদ্দিনের সভাপতিত্বে মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এস এম কামরুল হাসান মাদক বিরোধী শক্তি চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন মো:জানে আলম সিপন-বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাদক বিরোধী র‌্যালিতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,এডভোকেট কামরুল হাসান চৌধুরী,মানবাধিকার সংগঠক আবুল হোসাইন চৌধুরী, মো. সেলিম চৌধুরী, রায়হান হোসাইন, প্রবাসী সুকুমার বড়–য়া,বিভিন্ন স্কুল,কলেজের ছাত্ররা বক্তব্য রাখেনূ। সভায় প্রধান অতিথি সর্বনাশা মাদকের কুফল সমন্ধে তার অভিমত ব্যক্ত করে বলেন, সর্বনাশা এ ব্যাধি থেকে উত্তোরনের জন্য সামাজিক সচেতনতা অবশ্যই প্রয়োজন। সরকার প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস ও অপহরনের মতো অপরাধ বন্ধ করতে হলে সকল সচেতন নাগরিক ঐক্য হয়ে প্রতিবাদ করতে হবে। বক্তারা আরো বলেন সমাজ থেকে সকল ধরণের অপরাধ কর্মকান্ড বন্ধ করতে হলে সর্বস্তরের জনসাধরণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. টি কে চৌধুরী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সাবের আহম্মদ চৌধুরী, লিও আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, সেলিম উদ্দিন ডিবলু, ইফতেখায়রুল করিম চৌধুরী প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *