Connect with us

খেলাধুলা

চট্টগ্রাম অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Published

on

 

2

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কে সি দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় (দ্বৈত) বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান।

চট্টগ্রাম ব্যুরো: কে সি দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে (অনুর্ধ্ব ৪০) দ্বৈত খেলায় মো. জাহাঙ্গীর আলম ও নাজিম উদ্দিন চ্যাম্পিয়ন, মো. সবদের হোসেন ও মো. সাহেদুল ইসলাম রানার্স আপ এবং একক খেলায় মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ন ও মো. সবদের হোসেন রানার্স আপ বিজয়ী হয়। অপরদিকে, টুর্নামেন্টে দ্বৈত খেলায় (চলি­শোর্ধ) মো. মনজুর আলম ও মো. আরমান চৌধুরী চ্যাম্পিয়ন, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ আলী রানার্স আপ বিজয়ী হয় এবং একক খেলায় মো. মনজুর আলম চ্যাম্পিয়ন ও মো. গিয়াস উদ্দিন রানার্স আপ বিজয়ী হয়। টুর্নামেন্ট শেষে ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক নুরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন ও মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কে সি দে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. শহিদ উল­্যা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জিন্নাত আলী চৌধুরী, সাহিত্য সম্পাদক নুরুল মুহাম্মদ কাদের, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক সবদের হোসেন, সহ-সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন মাহমুদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ জাহাংগীর আলম, কানু বিকাশ নন্দী ও উদয় শংকর সেন। বক্তারা কর্মজীবনের পাশাপাশি খেলাধূলার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে কে সি দে ইনস্টিটিউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *