Connect with us

বিবিধ

চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬ইং পালিত

Published

on

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও ব্র্যাক এনজিও’র উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬ইং পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিন শেষে র‌্যালিটি আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এর কিছুক্ষন পরেই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব পারভেজ চৌধূরীর সভাপতিত্বে এবং (ঈইঙঋ) ও মাইগ্রেশন প্রোগাম ব্র্যাক চরভদ্রাসন শাখার আয়শা আক্তারের সার্বিক সহযোগীতায় পরিষদ সভাকক্ষে, এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, উপজেলা চেয়ারম্যান জনাব এ.জি.এম বাদল আমিন। এবং চরভদ্রাসন ব্র্যাক শাখা ব্যবস্থাপক (দাবি) পলাশ কুমার বিশ্বাসের স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে এসময় আরও উপস্থিত থাকেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, সমবায় অফিসার মোঃ ইদ্রিস কাজী, ব্র্যাক সদস্য মোঃ সামসুদ্দিন হোসেন ,সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, সাংবাদিক মোঃ মনির হোসেন পিন্টু সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলীসহ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে, “উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলায় প্রবাসী রেমিটেন্স সর্বর্চ্চ্যে ৩ জনকে বিভিন্ন পুরুস্কার দেওয়ার পাশাপাশি দেশ থেকে দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানো এবং প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সহ প্রবাসী শ্রমিক মারা গেলে ১ বছরের মধ্যে আর্থিক সহায়তার ব্যাপারে বিভিন্ন পর্যালোচনা ও দিক নির্দেশনা এবং বিভিন্ন পরামর্শমূলক বিষয়ের উপড় আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *