Connect with us

ঢাকা বিভাগ

চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০১৬ইং পালিত

Published

on

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস-২০১৬ইং। গতকাল শুক্রবার নানা আয়োজন ও বিভিন্ন কর্ম-সূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। লাখো শহীদদের আতœত্যাগ ও মহানুভবতাকে এবং সংগ্রাম ও বীরত্বের মহিমায় চিরভাস্বর গৌরবোজ্জল ও তাৎপর্য্যপূর্ন দিবসটি পালনের উদ্দেশ্যে উপজেলায় দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন করা হয়েছে। সূর্যদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা সদরে জোড়া ব্রীজের ঢালে নব-নির্মিত স্বাধীনতা ভাস্কর্য্যে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওমী, বিএনপি ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। এর কিছুক্ষন পরেই চরভদ্রাসন প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা ভাস্কর্য্যে পুস্পস্তবক অর্পণ করেন, সাংবাদিক ও উক্ত প্রেসক্লাবের সভাপতি মেজবাহ্ উদ্দিন, সেক্রেটারী মোঃ আবুল হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ লিয়াকত আলী লাবলু ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন পিন্টু সহ সাংবাদিক নিলা টিকাদার প্রমূখ। পরে সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও র‌্যালী অনুষ্ঠানে সালাম গ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব পারভেজ চৌধূরী, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সভাপতি শফিউদ্দিন খালাসী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত। পরে, একই মাঠে স্কুল-কলেজের ছাত্র-ছার্ত্রীদের মধ্যে ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বাদ জুম্মা দেশ, জাতি ও বিশ্ব উম্ম্রা শান্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও উপসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং সুবিধাজনক সময়ে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৪টায় সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, ভলিবল ও রশি টানাটানি প্রতিযোগীতা শেষে সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *