Connect with us

আন্তর্জাতিক

চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল অব্যাহত

Published

on

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল বন্ধ না হওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র । ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে এমনটাই জানালেন মার্কিন নৌ কমোডর টিম হকিন্স।

ফিলিপাইন সফরের সময়ে এটি সেখানে নোঙ্গর করেছে দাবি তার। তিনি আরও দাবি করেন, দক্ষিণ চীন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে।

চীনের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেওয়া বন্ধ হবে না। কৌশলগত গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ এই সাগরে টহল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

গত সাত দশক ধরে এই অঞ্চলে মার্কিন নৌ বাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করে বলেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে। প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর কর্তৃত্ব দাবি করছে বেজিং। এই নিয়ে স্থানীয় দেশগুলোর সঙ্গে চীনের টানাপড়েন চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *